[google-translator]
Banner Image

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম

Mathbaria Govt College

Welcome

 
বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাগেরহাট জেলা সদরের প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ১৯৬৫ খ্রিঃ ৩.৯০ একর জমির উপর প্রতিষ্ঠিত বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। শুরুতে প্রতিষ্ঠানটি “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট বা ভিটিআই ” নামে যাত্রা শুরু করে। পরবর্তী কালে ১৯৮৬ সালে জাতীয় দক্ষতা মানে উন্নিত হয়। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের বেশির ভাগ মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবলে পরিনত করার জন্য সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে ১৯৯৫ সালে ২ বছর মেয়াদী এস.এস.সি (ভোকেশনাল) এবং ১৯৯৭ সালে এইচ.এস.সি(ভোকেশনাল) শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ২০০৩ সালে “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট বা ভিটিআই ” “বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ” নামে পরিচিতি লাভ করে। বর্তমানে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪ বিভাগে সার্টিফিকেট কোর্স এর পাশাপাশি ২০১৬ সালে ১ বিভাগে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে চালু করার মাধ্যমে কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলছে। শিক্ষার্থীরা কারিগরি বিষয় ভিত্তিক পড়াশুনা করে আত্মকর্মসংস্থান, দেশ ও বিদেশে বহুমুখী চাকুরীতে প্রবেশ করা সহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে অবদান অব্যাহত রাখবে। মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন “২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ” শ্লোগানকে এগিয়ে নিতে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সহায়ক ভূমিকা পালন করবে। “একাবিংশ শতব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার, সমাধান একমাত্র কারিগরি শিক্ষা।”


Download File:


Top